গাংনী প্রতিনিধি : মেহেরপুর-২ (গাংনী) আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আমজাদ হোসেন বলেছেন, শিক্ষা জাতির মেরুদণ্ড এই কথাটি যেন কাগজেই সীমাবদ্ধ না থাকে। দেশের মাধ্যমিক শিক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী, সমৃদ্ধ ও যুগোপযোগী করতে জাতীয়করণই হচ্ছে সর্বোত্তম সমাধান। বিএনপি ক্ষমতায় গেলে মাধ্যমিক স্তরের শিক্ষকরা আর বৈষম্যের শিকার হবেন না। তাদের মানসম্মত জীবনযাপন, কর্মপরিবেশ ও প্রাপ্য সুযোগ-সুবিধা নিশ্চিত করা হবে।
তিনি আরও বলেন, বর্তমানে অব্যবস্থাপনা, শিক্ষক সংকট, পদোন্নতি সমস্যাসহ নানা জটিলতায় মাধ্যমিক শিক্ষা কাঙ্কিত অগ্রগতি লাভ করতে পারছে না। এই অচলাবস্থা কাটিয়ে একটি উন্নত, স্বচ্ছ ও আধুনিক শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠা ও জাতীয়করণের মাধ্যমে শিক্ষক সমাজকে সম্পূর্ণ নিরাপদ ও স্বচ্ছ ক্যারিয়ার কাঠামোর অন্তর্ভুক্ত করার জন্য বিএনপি ব্যাপক পরিকল্পনা গ্রহণ করেছে। প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও উল্লেখ করেন যে, ক্ষমতায় এলে শিক্ষাখাতে অডিট-ব্যবস্থাপনা, শিক্ষা উপকরণ উন্নয়ন, বার্ষিক বাজেট বৃদ্ধি, তথ্যপ্রযুক্তিনির্ভর শিক্ষা বিস্তার এবং শিক্ষার্থীদের জন্য ন্যায়সঙ্গত পরিবেশ সৃষ্টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে। তিনি বলেন, গাংনীসহ সারাদেশে শিক্ষার্থীরা যে সুযোগ-সুবিধা পাওয়ার কথা, বাস্তবে তার অর্ধেকও পাচ্ছে না। এ পরিস্থিতি পরিবর্তন করতেই বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ।
শনিবার দুপুর ১২ টায় গাংনী পাইলট স্কুল এন্ড কলেজের হলরুমে গাংনী উপজেলা শিক্ষক সমিতির সদস্যদের সাথে মতবিনিময় সভায় তিনি এ বলেন।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি জামাল উদ্দীন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবলু। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন গাংনী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলুসহ ও শিক্ষক নেতৃবৃন্দ। এসময় বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা উপস্থিত ছিলেন।