টপ নিউজ

বিএনসিসি’র উদ্যোগে মাস্ক ও লিফলেট বিতরণসহ পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান ও র‍্যালী

By মেহেরপুর নিউজ

January 14, 2021

মেহেরপুর নিউজ :

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে স্বেচ্ছাসেবা সপ্তাহ ক্যাম্পেইন এ বৈশ্বিক মহামারী কোভিট ১৯ পরিস্থিতির প্রেক্ষাপটে জনগণকে সচেতন করার লক্ষ্যে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর বি এন সিসি সুন্দরবন রেজিমেন্টের উদ্যোগে মাস্ক বিতরণ, এবং লিফলেট বিতরণসহ ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান ও র‍্যালীর আয়োজন করা হয়।

বৃহস্পতিবার সকালের দিকে মেহেরপুর জেলা পরিষদের সামনে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। মেহেরপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর রফিকুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন ঘোষণা করেন।

এ সময় সেখানে বক্তব্য রাখেন সুন্দরবন রেজিমেন্টের ব্যাটালিয়ন কমান্ডার ক্যাপ্টেন এম রহিম।পরে জেলা পরিষদ চত্বর থেকে একটি র‍্যালি বের করা হয়। প্রফেসর রফিকুল ইসলামের নেতৃত্বে র‍্যালিটি বাদ্যের তালে তালে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মেহেরপুর সরকারি মহিলা কলেজ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

এর আগে প্রধান সড়কে পথচারীদের মধ্যে মাস্ক বিতরণ করা হয় এবং করোনা সম্পর্কিত সচেতনতা মূলক প্রচারপত্র বিলি করা হয়।