বর্তমান পরিপ্রেক্ষিত

বিএম স্কুলের শতবর্ষী পালন উপলক্ষে আলোচনা সভা

By মেহেরপুর নিউজ

April 24, 2018

মেহেরপুর নিউজ, ২৪ এপ্রিল: মেহেরপুর বি.এম মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষী পালন উপলক্ষ্যে সোমবার বিকালে মেহেরপুর বি.এম মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়। বি.এম মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গন ছাত্র (অব: শিক্ষক) নবী গোপাল ভট্টাচার্য, পাবলিক প্রসিকিউটর পল্লব ভট্টাচার্য, প্রধান শিক্ষিকা সুরাইয়া আখতার, সাবেক প্রধান শিক্ষক আবুল হাসেম, (অব:) শিক্ষক পুরুল আহাম্মদ, বি.এম মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আঃ হালিম, জেলা প্রেস ক্লাবের সহ সভাপতি মাহাবুব চাঁদু, মেহেরপুর প্রতিদিনের সম্পাদক মাহাবুবুল হক পোলেন, নির্বাহী সম্পাদক আতিক স্বপন, হোটেল বাজার ব্যবসায়ী সমিতির সম্পাদক জাহিদ ইকবাল শিমন, সংগঠক সোহেব রহমান, মুজাহিদ মুন্না, মামুন প্রমুখ।

মেহেরপুর বি.এম মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষী উদযাপন উপলক্ষ্যে পরে কয়েকটি কমিটি গঠন করা হয়। এতে ননী গোপাল ভূট্টাচার্য্যকে সভাপতি, সুরাইয়া পারভীনকে সাধারণ সম্পাদক করে মোট ১৭ সদস্য বিশিষ্ট শতবর্ষ বাস্তবায়ন কমিটি গঠন করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন সহ সভাপতি নুরুল আহাম্মেদ, পল্লব ভূট্টাচার্য্য, মাহাবুব চাঁদু, সদস্য মিজানুর রহমান, এ.জেড.এম মারুফুজ্জোহা, তোরা, জাহিদ, ইকবাল, শিখন, আতিক স্বপন, মুজাহিদ মুন্না, নিশান সাবের, আব্দুল্লাহ আল মামুন, সোহেল মল্লিক, উম্মে সালমা অণু, সাকিব ইসলাম বনি, এস.এম সাব্বির হোসেন কাজল, আব্দুল শওকত অনল।

সভায় একই সাথে আব্দুল্লাহ আল মামুনকে আহবায়ক এবং মাহাবুবুল হক পোলেনকে যুগ্ম আহবায়ক করে ১৪ সদস্য বিশিষ্ট্য প্রচার উপ কমিটি গঠন করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন মিমাবুর রহমান, মুজাহিদ মুন্না, সাইদুর রহমান ডালিম, সুলতানা পারভীন, উম্মে সালমা অনু, আকাশ, আয়েশা, সিদ্দিকা, আরিফুল ইসলাম, আমানুল্লাহ আল আমান ও এস.এম জামাল।