জাতীয় ও আন্তর্জাতিক

বিএসএসএফ’র গুলিতে নিহত খালেকের পরিবারের মামলা দায়ের

By মেহেরপুর নিউজ

August 09, 2014

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৯ আগষ্ট: সন্ত্রাসীদের গুলিতে নিহত হওয়ার দাবি করে মুজিবনগর থানায় মামলা দায়ের করেছে মুজিবনগরের সোনাপুর সীমান্তে বিএসএফ’র গুলিতে নিহত গরু ব্যবসায়ী আব্দুল খালেকের ভাই ফরিদ হোসেন। শনিবার দুপুরে মুজিবনগর থানায় হাজির হয়ে খালেকের বড় ভাই ফরিদ হোসেন অজ্ঞাত সন্ত্রাসীদের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। যার নং-০৪। তারিখ-০৯-০৮-১৪। মেহেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার শেখ মামলার সত্যতা নিশ্চিত করেছেন।এজাহারের বরাত দিয়ে তিনি বলেন, একদল সন্ত্রাসী আব্দুল খালেককে পিছন থেকে গুলি করে হত্যা করেছে মর্মে অজ্ঞাত সন্ত্রাসীদের বিরুদ্ধে তার বড় ভাই বাদি মামলা দায়ের করেছেন।

উল্লেখ্য,শুক্রবার রাত ১১ টার দিকে মুজিবনগরের মাঝপাড়ার দুলু মল্লিকের ছেলে আব্দুল খালেক (৩০)সহ বেশ কয়েকজন সহযোগী ভারত থেকে থেকে গরু আনার উদ্যোশে ১০৭ নং মেইন পিলারের নিকট পৌছালে ভারতের সুটিয়া ক্যাম্পের ১১ নং সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে লক্ষ্য করে গুলি বর্ষন করে। এতে খালেক গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। পরে খালেকের সহযোগীরা তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।