জাতীয় ও আন্তর্জাতিক

বিকল্প ধারার তিন শীর্ষ নেতা বহিস্কার, নতুন কমিটি ঘোষনা

By মেহেরপুর নিউজ

October 19, 2018

নিউজ ডেস্ক,১৯ অক্টোবর: বিকল্প ধারার তিন শীর্ষ নেতাকে বহিস্কার করে নতুন কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার সকাল ১১টার দিকে জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে দলটির নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. নুরুল আমিন বেপারীকে প্রেসিডেন্ট, শাহ আহম্মেদ বাদলকে মহাসচিবের দায়িত্ব দেয়া হয়েছে। সূত্র: মানবজমিন অনলাইন। জাতীয় ঐক্য প্রক্রিয়ার বৈঠকে যাওয়ায় বিকল্প ধারার দুই নেতাকে বহিষ্কার করা হয় কয়েকদিন আগে। আজ দলের প্রেসিডেন্ট অধ্যাপক ডা. বদরুদ্দোজা চৌধুরী, মহাসচিব মেজর জে. (অব.) আবদুল মান্নান ও যুগ্ম মহাসচিব মাহি বি চৌধুরীকে পাল্টা বহিস্কার করা হলো। নুরুল আমিন বেপারী বিকল্পধারার সিনিয়র প্রেসিডিয়াম সদস্য এবং শাহ আহম্মেদ বাদল সহ সভাপতি ছিলেন। সংবাদ সম্মেলনে নতুন কমিটি নিজেদের মূল স্রোতের অংশ দাবি করে।