আইন-আদালত

বিচারকের পদ শূন্য থাকায় সারাদেশে বিচারিক কাজ বাধাগ্রস্ত হচ্ছে – – বিচারপতি ফরিদ আহম্মেদ

By মেহেরপুর নিউজ

August 21, 2014

মেহেরপুর নিউজ ২৪ ডট কম, ২১ আগষ্ট: বিচারপতি ফরিদ আহম্মেদ বলেছেন, দিনের পর দিন বিচারকের পদ শুণ্য থাকায় বিচারিক কাজে বাধাগ্রস্ত হচ্ছে। এটি কেবলই মেহেরপুরের সমস্যা নয় এ চিত্র সারা দেশের। এত সমস্যার মধ্যে বিচারিক কাজ চলা অসম্ভব। তিনি বলেন, মেহেরপুর একটি সুন্দর জায়গা এখানে শাস্তিমূলক ব্যবস্থা মনে করে এখানে কেউ আসতে চাই না। আসলে এটি শাস্তির জায়গা নয়। আবার আসলেও চলে যাওয়ার জন্য সুপারিশ শুরু করেন। এটাও ঠিক নয়। তিনি বলেন,সমস্যার মধ্যেও কাজ করতে হবে।

বিচারপতি ফরিদ আহমেদ বৃহস্পতিবার সকালে মেহেরপুর জেলা আইনজীবী ভবন মিলনায়তনে আইনজীবীদের সাথে মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে  এসব কথা বলেন।

জেলা আইনজীবী সমিতির সিনিয়র সদস্য অ্যাড. আব্দুর রশিদের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,মেহেরপুরের যুগ্ম জেলা জজ ১ম আব্দুল হামিদ,সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মহিবুল হাসান,মতিউর রহমান, সহকারী জজ সাইফুজ্জামান। বক্তব্য রাখেন,অ্যাড. আব্দুর রাজ্জাক,শফিকুল আলম,মারুফ আহমেদ বিজন,সাধারন সম্পাদক কামরুল হাসান প্রমুখ।