জাতীয় ও আন্তর্জাতিক

বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

January 27, 2017

ডেস্ক রিপোর্ট, ২৬ জানুয়ারিঃ মেহেরপুর জেলার মুজিবনগর থানার ভাতগাছী মাঠ নামক স্থানে বিজিবি-বিএসএফ বিওপি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। আজ ২৬ জানুয়ারি সকাল ১০টা ৫০ মিনিট হতে ১১টা ৩০ মিনিট পযর্ন্ত বর্ডার গার্ড ব্যাটালিয়নের আনন্দবাস সীমান্তের মেইন পিলার ৯৯/৩-এস এর নিকট শুন্য রেখা বরাবর অনুষ্ঠিত পতাকা বৈঠকে বিজিবি‘র পক্ষে নেতৃত্ব দেন আনন্দবাস বিওপি কমান্ডার হাবিলদার মোঃ আবু তাহের এবং বিএসএফ এর পক্ষে নেতৃত্ব দেন ৮১ বিএসএফ ব্যাটালিয়নের ভাতগাছী ক্যাম্প কমান্ডার এসআই মাতাতিন গোদাবা। পতাকা বৈঠকে উভয় দেশের সীমান্ত রক্ষী বাহিনীর মধ্যে সুসম্পর্ক বজায় থাকা, তারকাটার বেড়া না কাটা, ভারত হতে কোন মাদকদ্রব্য বাংলাদেশের অভ্যন্তরে না আসা, নারী ও শিশু পাচার না হওয়া এবং অবৈধভাবে কোন বাংলাদেশী/ভারতীয় নাগরিক সীমান্ত পারাপার না হয় সে ব্যাপারে আলোচনা হয়। –সংবাদ বিজ্ঞপ্তি