জাতীয় ও আন্তর্জাতিক

বিডিআরসিএস ও আইসিআরসির যৌথ উদ্যোগে আরএফএল কার্যক্রমের উপর ৩ দিনব্যাপী প্রশিক্ষণ কোর্স শুরু

By মেহেরপুর নিউজ

March 20, 2017

ডেস্ক রিপোর্ট, ২০ মার্চঃ বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ও International Committee of the Red Cross (ICRC)এর যৌথ উদ্যোগে পারিবারিক যোগাযোগ পুনঃস্থাপন (আরএফএল) কার্যক্রমের উপর ৩ দিনব্যাপী এক প্রশিক্ষণ কোর্স শুরু হয়েছে। প্রশিক্ষণ কোর্সে জাতীয় সদর দপ্তরসহ মোট ৩৩টি জেলা ইউনিটের ৩৪ জন যুব সদস্য অংশগ্রহণ করে।

আজ সোমবার ২০ মার্চ সকালে কারিতাস ডেভোলাপমেন্ট ইনিষ্টিটিউট, ঢাকা -এর প্রশিক্ষণ কক্ষে অনুষ্ঠিত প্রশিক্ষণের উদ্বোধন করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মহাসচিব জনাব বি.এম.এম মোজহারুল হক এনডিসি। অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির আরএফএল বিভাগের পরিচালক জনাব ইমাম জাফর সিকদার, International Committee of the Red Cross এর প্রটেকশন কোঅর্ডিনেটর মিজ ক্রিস্টিন,এডভাইজার হেড অব ডেলিগেশন ICRC,Bangladesh ও ফোকাল পার্সন আরএফএল মিজ শিরিন সুলতানা এবং এ কে এম মহাসিন সহকারী পরিচালক বিডিআরসিএস।