আইন-আদালত

বিদেশি সিগারেট বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীর জরিমানা

By মেহেরপুর নিউজ

June 20, 2022

মেহেরপুর নিউজ:

বিদেশি সিগারেট বিক্রির অভিযোগে মেহেরপুরের এক ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার দুপুরের দিকে মেহেরপুর শহরের নীলমণি সিনেমা হলপাড়ার জোনাকি স্টোরে অভিযান চালিয়ে বিদেশের সিগারেট ও ইলেকট্রনিক সিগারেট উদ্ধার করার পর দোকান মালিকের নিকট থেকে ২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নূরের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় জোনাকি স্টোর থেকে ৪০০ শলাকা বিদেশি সিগারেট ও ৩ পিচ ইলেকট্রনিক সিগারেট উদ্ধার করা হয়। পরে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার ও নিয়ন্ত্রণ আইন ২০০৫ এর ১০ ধারায় ২ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে অন্যদের মধ্যে সরকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত জাহান, সদর উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর তরিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। পরে জব্দকৃত সিগারেটগুলো বিনষ্ট করা হয়।