আইন-আদালত

বিদেশ পাঠানোর নামে অর্থ আদায়ের অভিযোগে এক ব্যক্তির কারাদন্ড

By মেহেরপুর নিউজ

January 17, 2021

মেহেরপুর নিউজ:

বিদেশ পাঠানোর নামে অর্থ আদায়ের অভিযোগ প্রমাণিত হওয়ায় মোজাম হোসেন নামের এক ব্যক্তিকে ২ বছর সশ্রম কারাদন্ড ১০ হাজার টাকা জরিমানা আরও ৩ মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে।

রবিবার দুপুরের দিকে মেহেরপুর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট প্রথম আদালতের বিচারক মোঃ তরিকুল ইসলাম এ আদেশ দেন। সাজাপ্রাপ্ত মোজাম গাংনী উপজেলার ভোলাডাঙ্গা গ্রামের আজগর আলীর ছেলে। ২০১৯ সালের ১৩ সেপ্টেম্বর মোজাম একই উপজেলার শিমুলতলা গ্রামের মাসুদুল হক এর ছেলে ফারুককে মালয়েশিয়া পাঠানোর নাম করে সাড়ে ৩ লক্ষ টাকা আদায় করে।

পরে তাকে বিদেশে পাঠাতে পাঠাতে ব্যর্থ হওয়ার পরও টাকা ফেরত না দেওয়ায় মোজাম এর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। মামলায় মোট ৭ জন সাক্ষী সাক্ষ্য প্রদান করেন। এতে সে দোষী প্রমাণিত হওয়ায় আদালত তাকে ২ বছর সশ্রম কারাদন্ড, ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৩ মাসের কারাদণ্ড প্রদান করা হয়। মামলায় বাদী পক্ষে অ্যাডভোকেট আতাউর রহমান ও আসামিপক্ষে কামরুল হাসান কৌশলী ছিলেন।