বর্তমান পরিপ্রেক্ষিত

বিদেশ পাঠাবার নামে প্রতারনার অভিযোগ।। মেহেরপুর পুলিশের হাতে আদম ব্যবসায়ী আটক

By মেহেরপুর নিউজ

March 31, 2011

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,৩১ মার্চ: মেহেরপুর পুলিশ সদর উপজেলার পিরোজপুর ইউনিয়নের কলাইডাঙ্গা গ্রাম থেকে এক আদম ব্যবসায়ীকে আটক করেছে। প্রতারনার শিকার গাংনী উপজেলার ধানখোলা গ্রামের নাজিমুদ্দিনের দায়ের করা মামলায় পুলিশ মঙ্গলবার রাতে প্রতারক কামাল সর্দ্দারকে আটক করে থানায় নেয়। বুধবার তাকে আদালতে সোর্পদ করা হয়। জানা যায়, মেহেরপুর সদর উপজেলার কলাইডাঙ্গা গ্রামের মৃত নফর আলীর ছেলে কামাল হোসেন সর্দ্দার একজন আদম ব্যাপারী। আদম ব্যাপারী কামাল সর্দ্দার মেহেরপুর গাংনী উপজেলার ধানখোলা গ্রামের নবীছুদ্দিনের ছেলে নাজিমুদ্দিনকে ভাল বেতনে চাকরীর প্রলোভন দিয়ে দুবাই পাঠাবে বলে প্রস্তাব দেয়। এতে নাজিমুদ্দিন প্রায় ৪ বছর আগে জমি জিরাত সহায় সম্বল বিক্রি করে এক লাখ ২০ হাজার টাকা প্রতারক কামাল সর্দ্দারের হাতে তুলে দেয়। ৩/৪ বছর পার হলেও তাকে বিদেশে না পাঠিয়ে একাধিকবার তার হাতে জাল ভিসা তুলে দেয়। এ ঘটনায় গত বছরের জুন মাসে বারাদী বাজারে এক সালিস সভায় প্রতারক কামাল সর্দ্দার নাজিমুদ্দিনের সমুদয় টাকা ফেরত দেবে বলে অঙ্গীকার নামা করে দেয়। দীর্ঘ দিনেও ওই টাকা ফেরত না দেয়ায় নাজিমুদ্দিন বাদি হয়ে প্রতারক আদম ব্যবসায়ী কামাল সর্দ্দারকে আসামি করে বাংলাদেশ দঃ বিঃ এব ৪০৬/৪২০ ধারায় মেহেরপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করেন। ওই মামলায় আদালত থেকে গ্রেফতারী পরোয়ানা পেয়ে মেহেরপুর বারাদী ক্যাম্প পুলিশের ইনচার্জ এ এস আই সাইদুর রহমান সংগীয় ফোর্স নিয়ে গতরাতে প্রতারক আদম ব্যবসায়ী কামাল সর্দ্দারকে তার বাড়ি থেকে গ্রেফতার করে মেহেরপুর সদর থানায় পাঠান। প্রতারক আদম ব্যবসায়ী কামাল সর্দ্দারের বিরুদ্ধে এলাকার বহু মানুষের নিকট থেকে বিদেশে পাঠাবার নামে প্রতারনা করে টাকা নেয়ার অভিযোগ রয়েছে।