বর্তমান পরিপ্রেক্ষিত

বিদ্যুৎপৃষ্ট হয়ে ইজি বাইক চালকের মর্মান্তিক মৃত্যু

By Meherpur News

August 13, 2025

মেহেরপুর নিউজঃ

মেহেরপুর শহরের ঘোষপাড়ার আক্তার মোল্লাব ছেলে ইজি বাইক চালক সেলিম  বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যুবরণ করেছেন। বুধবার বেলা প্রায় ১০ টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সেলিম শহরের গোরস্থান পাড়ার একটি বাড়িতে ইজি বাইক চার্জ দিতে গেলে অসাবধানতাবশত বিদ্যুৎপৃষ্ট হন। এতে তিনি ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে মেহেরপুর-২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সেলিমের আকস্মিক মৃত্যুতে ঘোষপাড়া এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।