অন্যান্য

বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসায় সিক্ত হলো বাবুয়া বোস

By মেহেরপুর নিউজ

October 13, 2014

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৩ অক্টোবর: বিনম্র শ্রদ্ধা আর ভালোবাসায় সিক্ত হলো স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দ সৈনিক প্রসেনজিৎ বোস বাবুয়া ওরফে বাবুয়া বোস। সোমবার সকাল সাড়ে ১০ টার সময় মেহেরপুর শহীদ ড. সামসুজ্জোহা  পার্কে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের বিনম্র শ্রদ্ধা ও ফুলেল শুভেচ্ছায় তার শেষ কৃত্যু অনুষ্ঠিত হলো। মেহেরপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে থেকে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করা হয়। জাতীয় পতাকা দিয়ে আচ্ছাদিত করে দেয়া হয় এ অকুতোভয় সৈনিকের মরদেহ। একে একে জানানো হয় শ্রদ্ধাঞ্জলি। প্রথমে মেহেরপুর জেলা প্রশাসনের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক হেমায়েত হোসেন, মুক্তিযোদ্ধা সংসদের পক্ষে কমান্ডার এম এ বশির, সাংবাদিকদের পক্ষে তুহিন আরন্য ওআতিকুর রহমান টিটু, জেলা পরিষদের প্রশাসক অ্যাড. মিয়াজান আলী, পৌর মেয়র আলহাজ্ব মোতাছিম

বিল্লাহ মতু, জেলা আওয়ামীলীগের পক্ষে আব্দুস সামাদ বাবুল বিশ্বাস, উপজেলা আওয়ামীলীগের পক্ষে আলহাজ্ব গোলাম রসুল, জেলা বিএনপি’র পক্ষে সাবেক এমপি মাসুদ অরুন, মেহেরপুর পৌর কলেজের পক্ষে অধ্যক্ষ একরামুল আযীম, জেলা পূজা উদযাপন পরিষদের পক্ষে সভাপতি ডা: রমেশ চন্দ্র নাখ, জেলা ন্যাপ’র পক্ষে রুহুল আমিন, জেলা যুবলীগের পক্ষে সভাপতি সাজ্জাদুল আনাম, সিদ্ধেশরী কালি মন্দিরে পক্ষে অ্যাড, পল্লব ভট্রাচার্য, হালদার পাড়া মন্দিরে পক্ষে অনন্ত কুমার হালদার, প্রজম্ম একাত্তরের পক্ষে মাহবুবুল হক মন্টু সহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে বাবুয়া বোসের মরদেহে পুস্পস্তবক অর্পনের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি জানানো হয়। পরে মেহেরপুর সদর থানার ওসি (তদন্ত) তরিকুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি চৌকষ দল মরদেহে গার্ড অব অনার প্রদান

করে। ওসি তরিকুল ইসলাম রাষ্ট্রের পক্ষে সালাম গ্রহন করেন। এ সময় সেখানে বিউগলের করুন সুর বেজে ওঠে। পরে সেখানে ১ মিনিটি নিরবতা পালন করা হয়। পরে বেলা সাড়ে ১১ টায় তার মরদেহ বন্দর শশ্মান ঘাটে দাহ করা হয়। এদিকে এর আগে প্রয়াত বাবুয়াবোসের মরদেহ দেখতে তার বা্সভবনে যান জাতয়ী সংসদ সদস্য ফরহাদ হোসেন, জেলা প্রশাসক মাহমুদ হোসেন, জেলা পরিষদের প্রশাসক অ্যাড. মিয়াজান আলী সহ সর্বস্তরের মানুষ।