আইন-আদালত

বিনা লাইসেন্সে হার্ডওয়ার ব্যবসা করায় জরিমানা আদায়

By মেহেরপুর নিউজ

February 12, 2015

মেহেরপুর নিউজ,১২ ফেব্রুয়ারি:

বিনা লাইসেন্সে স্প্রিট বিক্রির অভিযোগে সদর উপজেলার বারাদি বাজারে ৩ ব্যাবসায়ীর কাছে থেকে ১১ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান অাদালত। বৃহস্পতিবার দুপরে এনডিসি ও নির্বাহী ম্যাজিট্রেট মোঃ আমীনুল ইসলাম নেতৃত্বে ভ্রাম্যমান আদালতের একটি টিম বারাদি বাজারে অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করেন।

ভ্রাম্যমান আদালতের বিচারক মো: আমীনুল ইসলাম জানান, বিনা লাইসেন্সে স্প্রিট ও লাইসেন্সবিহীন হার্ডওয়ারের ব্যবসায় করায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে নিউ কাজলের মালিক জমিদার কাজলের ৫ হাজার, রিমন হার্ডওয়ারের মালিক মাহমুদ হোসেনের ৩ হাজার এবং এস এম হার্ডওয়ারের মাহতাব আলীর ৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।