বর্তমান পরিপ্রেক্ষিত

বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে মেহেরপুরে উপজেলা দিবস পালিত

By Meherpur News

May 22, 2025

মেহেরপুর নিউজ:

দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে মেহেরপুরে উপজেলা দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার মেহেরপুর দারিদ্র্য বিমোচন সংস্থার উদ্যোগে পিকেএসএফ এ অর্থায়নে সমৃদ্ধি কর্মসূচি আওতায় উপজেলা দিবস উপলক্ষে মিনি ম্যারাথন, সাইকেল রেস, ক্রীড়াও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরন করা হয়।

সকালে মেহেরপুর সদর উপজেলার হান্নানগন্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণ এ সকল অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ খায়রুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। মেহেরপুর দারিদ্র বিমোচন সংস্থার উপ পরিচালক জালাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহকারী পরিচালক জুবায়ের আলম। পরে সেখানে বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।