বর্তমান পরিপ্রেক্ষিত

বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে দেবী শ্রী শ্রী সরস্বতি উদযাপন

By মেহেরপুর নিউজ

February 10, 2019

মেহেরপুর নিউজ,১০ ফেব্রুয়ারি: সারা দেশে ন্যায় মেহেরপুরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সনাতন ধর্মাম্বলিদের বিদ্যা ও জ্ঞানের দেবী শ্রী শ্রী সরস্বতি উদযাপন করা হয়েছে। রবিবার সকালে মেহেরপুর সরকারী কলেজ, মেহেরপুর সরকারী মহিলা কলেজ, মেহেরপুর সরকারী বালক উচ্চ বিদ্যালয় এর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ে সরস্বতি পূজা অনুষ্ঠিত হয়। এদিন সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর কেএম সোলায়মান প্রদীপ জ্বালিয়ে মহিলা কলেজের পূজা সুচনা করেন।

এসময় সেখানে বক্তব্য রাখেন উপাধ্যক্ষ রাফিকুল ইসলাম, শিক্ষক পরিষদের সম্পাদক মুনিস রাশিদুল হক, ডা.গাজী রহমান প্রমুখ। পরে সেখানে প্রসাদ বিতরন করা হয়। এদিকে সরতি পূজা উপলক্ষে জেলা প্রশাসক মো: আতাউল গনি দুপুরে সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ে সরস্বতি পূজা পরিদর্শন করেন, এসময় তিনি মিষ্টি বিতরন করেন এবং বলেন ধর্ম যার যার, উৎসব সবার । এসময় সদর উপজেলা নির্বাহী আফিসার মো: মাসুদুল আলম, বিষ্ণু পদ পাল, সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুদা আখতার উপস্থিত ছিলেন।