অন্যান্য

বিলে মাছ ধরতে বাধা দেয়ায় এক যুবককে হামলা

By মেহেরপুর নিউজ

September 27, 2014

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৭ সেপ্টেম্বর: বিলে মাছ ধরতে বাধা দেওয়ায় শহিদুল নামের এক যুবককে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষরা। শনিবার দুপুরে গাংনী উপজেলার ধলা গ্রামে ওই ঘটনা ঘটে।

আহত যুবক শহিদুল জানান, দুপরের সময় ধলা গ্রামের শফিউদ্দিনের ছেলে সামাদ ও শাহিন তাদের বিলে মাছ ধরতে যায়। এ সময় শহিদুল তাদের বাঁধা দিতে গেলে তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। এ ঘটনায় গাংনী থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।