বর্তমান পরিপ্রেক্ষিত

বিশিষ্ট মুক্তিযোদ্ধা হায়দার আলীর ইন্তেকাল।।রাষ্ট্রীয় মর্যদায় লাশ দাফন

By মেহেরপুর নিউজ

October 18, 2011

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৯ অক্টোবর: মেহেরপুরের  বিশিষ্ট মুক্তিযোদ্ধা ও মেহেরপুর সদর উপজেলার বামনপাড়া কাজি কুদরুতুল ইসলাম মাধ্যমিক বিদ্যালয়ের অবসর প্রাপ্ত শিক্ষক হায়দার আলী ইন্তেকাল করেছেন ( ইন্না—– রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। মরহুম হায়দার আলীর স্ত্রী, এক পুত্র ও এক কন্যাসহ বহু গুনগ্রাহী রয়েছেন। সোমবার দিবাগত রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুর কোলে ঢোলে পড়েন। মঙ্গলবার পূর্নরাষ্ট্রীয় মর্যদায় তার লাশ দাফন করা হয়েছে। এদিন দুপুরে মেহেরপুর শহীদ ড. সামসুজ্জোহা নগর উদ্যানে মরহুমের মরদেহে জাতীয় পতাকা দিয়ে ঢেকে সম্মান জানানো হয়। এসময় পুলিশের একটি চৌকসদল গার্ড অব অনার প্রদান করেন। এসময় বিহগলে করুন সুর বেজে উঠে। সদর উপজেলা নির্বাহী অফিসার শাহ মোমিন রাষ্ট্রের পক্ষে সালাম গ্রহণ করেন। এসময় সদর থানার ওসি জাহাঙ্গীর আলম, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল কাশেম সেখানে উপস্থিত ছিলেন। পরে নামাজে জানাজা শেষে তার লাশ মেহেরপুর পৌর পুরাতন কবর স্থানে দাফন করা হয়। মেহেরপুরের সর্ব স্তরের মানুষ জানাজা ও দাফন কাজে অংশ গ্রহণ করেন।