মিডিয়া

বিশিষ্ট সাংবাদিক ও কবি তারিক-উল ইসলামের ৫৫তম জন্মদিন অাজ

By মেহেরপুর নিউজ

January 17, 2016

রবিউল অালম:

১৭ জানুয়ারী মেহেরপুরের কৃতি সন্তান বিশিষ্ট সাংবাদিক ও কবি তারিক-উল ইসলামের ৫৫তম জন্মবার্ষিকী।বর্তমানে তিনি দৈনিক আলোকিত বাংলাদেশ-এর বার্তা সম্পাদকের দায়িত্ব পালন করছেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক সময়ের প্রধান কবিতা সংগঠন ‘শব্দায়ন’ এর প্রতিষ্ঠাতা । তিনি ১৯৬১ সালের ১৭ জানুয়ারী মেহেরপুর জেলার বুড়িপোতা ইউনিয়নের দক্ষিণ শালিকা গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা আমানুল ইসলাম, মাতা শামসুন নাহার, পিতামহ দুলাল উদ্দীন বিশ্বাস। জ্যেষ্ঠ ভ্রাতা ডাঃ মসিউল ইসলাম, সহধর্মিনী ফাতিমা জান্নাত। কনিষ্ঠ ভগ্নিত্রয় আইনুন নাহার, কামরুন নাহার ও নাজমুন নাহার। জ্যেষ্ঠ পুত্র হাসনাত আসিফ কুশল, কনিষ্ঠ পুত্র হাসনাত আবীর অঙ্গন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় সম্মানসহ এমএ পাশ করেন।

তারিক উল ইসলাম কলেজ ও বিশ্ববিদ্যালয় জীবনে  শব্দায়নসহ বহু লিটল ম্যাগাজিন সম্পাদনা করেন। এছাড়াও ছাত্রাবস্থায় রাজশাহী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (রাবিসাস) সাধারণ সম্পাদক ছিলেন। তিনি সেখান থেকেই অবরুদ্ধ সময় নামে তাঁর কালজয়ী ম্যাগাজিন সম্পাদনা করেন। ১৯৮২-৮৬ সাল পর্যন্ত তিনি রাজশাহীর দৈনিক বার্তাতে বিশ্ববিদ্যালয় প্রতিনিধি হিসেবে কাজ করেন। ১৯৮৬ সালে তিনি ঢাকায় এসে মাসিক এ দেশ এ কাল-এর সহকারী সম্পাদক হন। ১৯৮৭ সালে দৈনিক খবরের স্টাফ রিপোর্টার হিসেবে কর্মজীবন শুরু করেন। ১৯৯১ সালে দৈনিক রূপালীর সিনিয়র রিপোর্টার হন। ১৯৯৩ সালে সাপ্তাহিক দিবানিশি এবং পাক্ষিক কিংবদন্তীর ভারপ্রাপ্ত সম্পাদক হন। ১৯৯৭ সালে দৈনিক বাংলার সিনিয়র রিপোর্টার হন। কিন্তু দৈনিক বাংলা সরকার কর্তৃক বন্ধ হয়ে গেলে ১৯৯৭ সালে দৈনিক প্রভাতের নির্বাহী সম্পাদক হন। ২০০২ সালে সাপ্তাহিক রোববারের নির্বাহী সম্পাদক হন। ২০০৪ সালে দৈনিক যুগান্তরের সিনিয়র-সাব এডিটর হন। তিনি এসময় থেকেই ঢাকা সাব এডিটর কাউন্সিলের (ডিএসইসি) সদস্য ছিলেন। ২০১১ সালে দৈনিক সকালের খবরের সহকারী বার্তা সম্পাদক ও মফস্বল সম্পাদক হন। পরে যুগ্ম বার্তা সম্পাদক পদে উন্নীত হন। ২০১৩ সালে দৈনিক আলোকিত বাংলাদেশের যুগ্ম বার্তা সম্পাদক হন এবং এখন তিনি বার্তা সম্পাদক।