বর্তমান পরিপ্রেক্ষিত

বিশ্ব এইডস দিবস উপলক্ষে মেহেরপুরে আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

December 02, 2011

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০২ ডিসেম্বর:

বিশ্ব এইডস দিবস উপলক্ষে মেহেরপুর জেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে বৃহস্পতিবার মেহেরপুরে আলোচনা সভা ও র‌্যালির আয়োজন করা হয়। সিভিল সার্জন ডা. আবদুস শহীদের সভাপতিত্বে সিভিল সার্জন অফিস মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক হোসেন আলী খন্দকার। এতে বক্তব্য রাখেন জেলা বিএমএ’র সভাপতি ডা. রমেশ চন্দ্র নাথ, ডা. মিজানুর রহমান, সেভ দি চিলনড্রেনের ব্যবস্থাপক ফারুক হোসেন, হিজবুল­াহ প্রমুখ। এর আগে বিশ্ব ইডস দিবস উপলক্ষে শহরে একটি র‌্যালি বের করা হয়। সিভিল সার্জন ডা. আবদুস শহীদের নেতৃত্বে র‌্যালিটি শহীদ সামসুজ্জোহা নগর উদ্যান থেকে শুরু করে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সিভিল সার্জন অফিসে গিয়ে শেষ হয়। র‌্যালিতে স্বাস্থ্য বিভাগের কর্মী ও এন জি ও কর্মীরা অংশ গ্রহন করেন।