শিক্ষা ও সংস্কৃতি

বিশ্ব কবির সার্ধশত জন্ম বার্ষিকীতে মেহেরপুরে ৩ দিনের কর্মসূচী উদ্বোধন

By মেহেরপুর নিউজ

May 08, 2011

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৯ মে: মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশত জন্ম বার্ষিকী উপলক্ষে ৩ দিন ব্যাপি বিভিন্ন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করা হয়েছে। এদিন সকালে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে শিশুদের মধ্যে বিভিন্ন প্রতিযোগিতার মধ্য দিয়ে ৩ দিন ব্যাপি অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। মেহেরপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুর রাজ্জাক ৩ দিন ব্যাপি অনুষ্ঠানের উদ্বোধন করেন। এসময় বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার কিশোরী মোহন সরকার, মেহেরপুর সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কাজি আনিসুজ্জামান, জেলা আওয়ামীলীগের শিক্ষা বিষয়ক সম্পাদক আব্দুল মান্নান ছোট প্রমুখ। এদিকে রাতে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়। জেলা প্রশাসক বেনজামিন হেমব্রম’র সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা নিয়ামত উল­াহ ভূঁইয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বাবলু মিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) হোসেন আলী খন্দকার, ভারপ্রাপ্ত জেলা শিক্ষা অফিসার কিশোরী মোহন সরকার, সহকারি অধ্যাপক আব্দুল­াহ আল আমীন ধুমকেতু, সহকারি শিক্ষক মৌসুমী চত্রবর্তী প্রমুখ।