খেলাধুলা

বিশ্ব কাপ ক্রিকেটে বাংলাদেশের জয় মেহেরপুরে আনন্দের বন্যা \ ম্যাচ সেরা ইমরুল কায়েসের পিতা মাতার প্রতিক্রিয়া

By মেহেরপুর নিউজ

March 13, 2011

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৩ মার্চ: বিশ্ব কাপ ক্রিকেটে বাংলাদেশ শক্তিশালী ইংল্যান্ডের বিরুদ্ধে অবিশ্মরণীয় জয়ের অন্যতম নায়ক মেহেরপুরের কৃতি সন্তান ইমরুল কায়েসসহ বাংলাদেশ ক্রিকেট দলের কৃতিত্বে মেহেরপুরে আনন্দ মিছিল করা হয়েছে। বাংলাদেশের জয় লাভের সাথে সাথে মেহেরপুরের শ’ শ’ মানুষ রাস্তায় নেমে আসে। এসময় পুরো মেহেরপুর শহর জুড়ে ইমরুলকায়েস-ইমরুল কায়েস, বাংলাদেশ-বাংলাদেশ ধ্বনিতে মুখোরিত হয়ে উঠে। এসময় ক্রিকেট পাগল যুবকরা মোটর সাইকেলে হর্ণ ও ভুভুজ বাজিয়ে শহর প্রদক্ষিণ করে। আনন্দ মিছিল চলাকালে বিপুল পরিমান পটকা ফোটানো হয়। এদিকে খেলা শেষ হওয়ার পর মেহেরপুরের কৃতি সন্তান ইমরুল কায়েসের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, এ আনন্দ ভাষায় প্রকাশ করার মত না। তিনি বলেন, আমি সব সময় আশা করতাম বিশ্বকাপ ক্রিকেটে খেলব। সাথে সাথে ম্যান অব দ্যা মাচ হওয়ার স্বপ্ন দেখতাম। সে স্বপ্ন আজ পূরন হওয়ার পাশাপাশি শক্তিশালী ইংল্যান্ডের বিরুদ্ধে জয়ের ব্যাপারে ভূমিকা রাখতে পেরে অত্যন্ত ভাল লাগছে। আগামী খেলা গুলোতে যেন এমনভাবে ভূমিকা রাখতে পারি তার জন্য আমি সকলের দোয়া প্রার্থনা করি। এদিকে খেলা শেষ হওয়ার পর পরই ইমরুল কায়েসের বাড়ি সদর উপজেলার উজুলপুর গ্রামে গেলে সেখানেও আনন্দঘন পরিবেশ লক্ষ্য করা যায়। ইমর“ল কায়েসের পিতা বানি আমীন ও মাতা দিলারা পারভীন প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বলেন, বাংলাদেশ জিতেছে। একই সাথে আমাদের সন্তান সেরা খেলা খেলে ম্যাচ সেরার পুরস্কার লাভ করেছে এতে যে কি আনন্দ পেয়েছি যা ভাষায় প্রকাশ করার মত না। ইমর“ল কায়েসের পিতা-মাতাসহ উজুলপুর গ্রামের প্রতিটি মানুষের একটি আক্ষেপ যে, বিদ্যুত না থাকার কারনে টেলিভিশনে খেলাটি দেখতে পারেনি। তবে তারা রেডিও-তে খেলার ধারা ভাষ্য শুনে দুধের সাধ ঘোলে মিটিয়েছে। সাথে সাথে ইমরুল কায়েস দূর্ভাগ্যজনক ভাবে রান আউট হয়ে গেলে কিছুটা ভড়কে গিয়ে ছিলাম। তার পরও শেষ পর্যন্ত যে জয় উপহার দিয়েছে তা চির দিন মনে থাকবে। ইমরুলের পিতা-মাতা তার সন্তানসহ বাংলাদেশ ক্রিকেট দলের সকলের দোয়া কামনা করেছেন।