অন্যান্য

বিশ্ব জুড়ে প্রবাসী বাংলা ভাষাভাষি মানুষের কাছে মেহেরপুর নিউজ এখন জনপ্রিয় নিউজ পোর্টাল – পুলিশ সুপার

By মেহেরপুর নিউজ

August 28, 2015

মেহেরপুর নিউজ,২৮ আগষ্ট:

পুলিশ সুপার হামিদুল আলম বলেছেন, বিশ্ব জুড়ে প্রবাসী বাংলা ভাষাভাষি মানুষের কাছে মেহেরপুর নিউজ এখন জনপ্রিয় অনলাইন পোর্টাল হয়ে উঠেছে। বিশ্বের বিভিন্ন দেশ থেকে মানুষ আমার কর্মকান্ডের খবর মেহেরপুর নিউজের সংবাদ পড়ে আমাকে ধন্যবাদ জানান। তখন নিজের কাছে অনেক ভালো লাগে। তিনি বলেন, মেহেরপুর নিউজ তার সাফল্যর ধারাবাহিকতায় বাংলা ভাষাভাষি মানুষের মনে স্থান করে নেবে এ প্রত্যাশা করেণ। শুক্রবার বিকালে হোটেল বাজারের জামান শপিং কমপ্লেক্সর ২য় তলায় মেহেরপুর নিউজের কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার হামিদুল আলম এ কথা বলেন। মেহেরপুর নিউজের চেয়ারম্যান

পলাশ খন্দকারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পাবলিক প্রসিকিউটর অ্যাড. পল্লব ভট্টাচার্য। স্বাগত বক্তব্য রাখেন মেহেরপুর নিউজের বার্তা সম্পাদক ইয়াদুল মোমিন। মেহেরপুর নিউজের সিনিয়র রিপোর্টার মিজানুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রথম আলো প্রতিনিধি তুহিন আরণ্য, চ্যানেল আইয়ের জেলা প্রতিনিধি গোলাম মোস্তফা, অরণীর সভাপতি নিশান সাবের, জাগো মেহেরপুরের মুখপাত্র শোয়েব রহমান প্রমুখ।

পুলিশ সুপার আরো বলেন, মেহেরপুর নিউজ তার বস্তুনিষ্ঠতায় পূর্বের ন্যায় আগামীদিনেও তাদের কর্মকান্ড অব্যাহত রাখবে এ প্রত্যাশা করেণ। বিশেষ অতিথির বক্তব্য অ্যাড. পল্লব ভট্টাচার্য মেহেরপুর নিউজের শুভকামনা জানিয়ে বলেন, অনলাইন নিউজ পোর্টাল কি তা মেহেরপুর নিউজ পড়েই জেনেছি। মেহেরপুর নিউজে প্রকাশিত বিভিন্ন সংবাদ আদালতে

রেফারেন্স হিসেবে করা হচ্ছে। বিশেষ করে আমি একজন আইনজীবী বলতে চাই যে কোনো লিগ্যাল নোটিশ প্রদানের ক্ষেত্রে মেহেরপুর নিউজ একটি শক্তিশালী রেফারেন্স মাধ্যম হিসেবে কাজ করে। তুহিন আরণ্য বলেন, মেহেরপুর জেলার অনলাইন নিউজের পথিকৃত মেহেরপুর নিউজ। মেহেরপুর সহ খুলনাবিভাগের অনেকেই যখন অনলাইন নিউজ সম্পর্কে জানতো মেহেরপুর নিউজ তখন থেকেই মেহেরপুরের মানুষদের তথ্যপ্রযুক্তির ছোয়া দেয়। মেহেরপুর নিউজ সামনের দিকে তার কলেবর বৃদ্ধিসহ আরো বেশি তথ্যবহুল সংবাদ পাঠকের কাছে তুলে

এ আশাবাদ ব্যাক্ত করেণ। জাগো মেহেরপুরের মুখপাত্র শোয়েব রহমান বলেন, আরো বস্তুনিষ্ঠ ও তথ্য নির্ভর সংবাদের মাধ্যমে মেহেরপুর নিউজ আরো সামনের দিকে এগিয়ে যাবে।