বর্তমান পরিপ্রেক্ষিত

বিশ্ব তামাক মুক্ত দিবস উপলক্ষে মেহেরপুর শহরে ধূমপানমুক্ত প্রচারাভিযান

By মেহেরপুর নিউজ

June 01, 2011

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০১ জুন: বিশ্ব তামাক মুক্ত দিবস পালন উপলক্ষে ধূমপানমুক্ত মেহেরপুর শহর প্রচারাভিযান কর্মসুচী পালন করেছে বিভিন্ন সংগঠন। মঙ্গলবার সকালে জেলা তামাক নিয়ন্ত্রন ট্রাস্কফোর্স, এইড, স্বদেশ ও সুবাহ এবং তামাক বিরোধী জোটের আয়োজনে ধূমপানমুক্ত মেহেরপুর শহর প্রচারাভিযান র‌্যালি অনুষ্ঠিত হয়। এদিন সকালে অতিরিক্ত জেলা প্রশাসক হোসেন আলী খন্দকারের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। জেলা মটর শ্রমিক ইউনিয়ন কার্যালয় থেকে শুরু করে র‌্যালিটি বাদ্যের তালে তালে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ সামসুজ্জোহা পার্কে এসে শেষ হয়। পরে পার্কের মফিজুর রহমান মুক্ত মঞ্চে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সিভিল সার্জন ও জেলা তামাক নিয়ন্ত্রণ টাস্কফোর্স কমিটির সদস্য সচিব ডাঃ আবদুস শহীদ আলোচনা সভায় সভাপতিত্ব করেন। এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) হোসেন আলী খন্দকার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌরসভার প্যানেল মেয়র রিয়াজ উদ্দীন, কৃষি অধিদপ্তরের উপ-পরিচালক মনিরুজ্জামান।স্বাগত বক্তব্য রাখেন এইড’র নির্বাহী পরিচালক আমিনুল ইসলাম বকুল। দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন জলা তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন কমিটির উপদেষ্টা রফিক-উল আলম এবং প্রবন্ধ পাঠ করেন এইড সহকারী প্রকল্প সমন্বয়কারী অ্যাড. তন্ময় কুন্ডু। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেলা মটর শ্রমিক ইউনিয়ন সভাপতি আব্দুল কুদ্দুস, আশ্রয় পরিচালক এমএ হাসান সুমন ও পল্লী চিকিৎসক সমিতির সভাপতি আবুল হাশেম। মেহেরপুর শহরের ৩টি পাবলিক প্লেস জেলা প্রশাসকের কার্যালয়, সিভিল সার্জন কার্যালয় এবং পৌর ভবন ধূমপান মুক্ত ঘোঘনার মাধ্যমে মেহেরপুরকে ধূমপানমুক্ত করার প্রত্যয় ব্যক্ত করা হয়। তামাক নিয়ন্ত্রণে সক্রিয়ভাবে কাজ করার জন্য অনুষ্ঠানের অতিথিবৃন্দ এবংস্বদেশ, আশ্রয় ও সুবাহ প্রতিনিধির হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয়। অনুষ্ঠান পরিচালনা করেন স্বদেশ নির্বাহী পরিচালক মাজেদুল হক মানিক।