বর্তমান পরিপ্রেক্ষিত

বিশ্ব নবীকে কটুক্তি করার প্রতিবাদে গাংনীতে মানববন্ধন অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

August 09, 2023

গাংনী প্রতিনিধি :

পবিত্র আল কােরআন ও হযরত মোহাম্মদ ( সা:) (আ:) কে কটূক্তি করার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুর ২টার দিকে মেহেরপুর-কুষ্টিয়া সড়কের গাংনী বাসস্ট্যান্ডে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। গাংনী আমিরুল ইসলাম ফাউন্ডেশন মানববন্ধনের আয়ােজন করে।

মানববন্ধনে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন,ইসলাম আন্দােলন বাংলাদেশ এর কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা মাওলানা মুহাম্মদ আব্দুল কাদের, গাংনী দারুস সালাম জামে মসজিদের ঈমাম রুহুল আমীন, গাংনী বাজার কমিটির সভাপতি ও আমিরুল ইসলাম ফাউন্ডেশনের কর্ণধর সালাউদ্দীন শাওনসহ অন্যান্য মুসল্লিরা।

বক্তারা বলেন, পবিত্র আল কােরআন ও হযরত মোহাম্মদ (সা:) (আ:) কে নাস্তিক আসাদ যেভাবে কটুক্তি করেছে। এই নাস্তিকh গােটা দুনিয়ার মুসলিম সম্প্রদায়ের মানুষকে ছােট করে। এই নাস্তিকের ফাঁসি চাই।