মেহেরপুর নিউজ:
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে মেহেরপুর জেলা পুলিশের উদ্যোগে, মেহেরপুর বি এ টি বি’র সহযোগিতায় বৃক্ষরোপণ করা হয়েছে। সোমবার দুপুরের দিকে মেহেরপুর পুলিশ লাইনে বেশ কিছু ঔষধি গাছের চারা রোপণ করে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়।
পুলিশ সুপার রাফিউল আলম উপস্থিত থেকে কয়েকটি ঔষধি গাছের চারা রোপন করে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন। মেহেরপুর বিএ টিবি’র আঞ্চলিক ব্যবস্থাপক সাজ্জাদ আহমেদ তালুকদার সহ পুলিশের অন্যান্য কর্মকর্তাগণ এ সময় সেখানে উপস্থিত ছিলেন।