বর্তমান পরিপ্রেক্ষিত

বিশ্ব শান্তি সম্মেলনে যোগ দিতে সিউল যাচ্ছেন পিস এ্যাম্বসেডর জাকির

By মেহেরপুর নিউজ

September 12, 2017

মেহেরপুর নিউজ, ১২ সেপ্টেম্বর: আন্তর্জাতিক শিক্ষক নেতা পিস এ্যাম্বাসেডর জাকির হোসেন বিশ্ব শান্তি সম্মেলনে যোগ দিতে যাচ্ছেন। আগামি ১৭ থেকে ১৯ সেপ্টেম্বর দক্ষিন কোরিয়ার রাজধানী সিউলে এ সম্মেলন অনুষ্ঠিত হবে।

রোহিঙ্গা ইস্যূ যখন বিশ্ব মানবতার বিবেককে চরমভাবে আঘাত করেছে এমন এক মুহুর্তে বিশ্ব শান্তি সম্মেলনের আয়োজন করেছে হ্যাভেনলি কালচার, ওয়ার্ল্ড পিস রেস্টোরেশন অব লাইফ (HWPL)|। আন্তর্জাতিক এই সংস্থা আয়োজিত সম্মেলনে বিশ্বের ১০০টি দেশের মন্ত্রী, এমপিসহ বিভিন্ন শ্রেণী পেশার বরেন্য ব্যক্তিবর্গ অংশগ্রহন করতে যাচ্ছে। দশ পনেরটি দেশের রাষ্ট্রপ্রধান এ সম্মেলনে অংশ গ্রহনের আশা করছে আয়োজকরা। বাংলাদেশ থেকে জাকির হোসেন ছাড়াও বেশ কয়েকজন অংশগ্রহন করবেন। এর পূর্বে জনাব জাকির হোসন ২০১৪ এবং ২০১৫ সালের সম্মেলনে অংশ নিয়েছিলেন।

২০১৫ সালে তাকে পিস এ্যাম্বসেডর বা শান্তির দূত উপাধিতে ভূষিত করেন বিশ্ব নেতৃবৃন্দ। জাকির হোসেন জানান রোহিঙ্গা ইস্যূসহ বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠায় করনীয় সম্বন্ধে বক্তব্য তুলে ধরা হবে।

এছাড়াও কোরিয়াস্থ প্রবাসী বাংলাদেশীদের সাথে মত বিনিময় সভায় মিলিত হবেন। আগামী ১৫ সেপ্টে¤^র চায়না সাউদার্ন এর বিমানযোগে ঢাকা ত্যাগ করবেন। উল্লেখ্য, জনাব জাকির হোসেন শিক্ষক কর্মচারী ঐক্যজোটের অতিরিক্তি মহসাচিব এবং ঢাকার জনতাবাগ হাই স্কুলের প্রধান শিক্ষক। তিনি সকলের নিকাট দোয়া প্রার্থনা করেছেন।