বর্তমান পরিপ্রেক্ষিত

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ ।। দুই হামলাকারী আটক

By মেহেরপুর নিউজ

October 05, 2016

মেহেরপুর নিউজ, ০৫ অক্টোবর: আজ বুধবার বিশ্ব শিক্ষক দিবস। শিক্ষক দিবস নিয়ে শিক্ষকদের অবদান নিয়ে বিশ্বব্যাপী নানা অনুষ্ঠানের দিন ছিল। কিন্তু মেহেরপুর এক শিক্ষককে হামলার প্রতিবাদে হামলাকারীদের বিচারের দাবিতে দিবসটিতে আন্দোলনে নেমেছিল শিক্ষক ও শিক্ষার্থীরা। পৃথক পৃথক আন্দোলণে পুরো জেলাই আলোড়ন সৃষ্টি করে। শিক্ষক দিবসে আন্দোলনে নামতে হবে এটাও ভাবেননি আন্দোলনকারীরা। গত মঙ্গলবার মুজিবনগর সরকারী কলেজের বাংলা বিভাগের প্রভাষক মোরাদ হোসেনের উপর উপর হামলাা চালায় কলেজের জমি সংক্রান্ত মামলার বিবাদীর আইনজীবীসহ তার লোকজন। তারই প্রতিবাদে এ পৃথক এ কর্মসূচী পালন করে শিক্ষক ও শিক্ষার্থীরা। এ ঘটনার বুধবার দুপুরে মেহেরপুর সদর থানা পুলিশ সদ উপজেলা পরিষদের সামনে থেকে রাশেদুল ইসলাম ও আসাদুল ইসলামের নামের দুজনকে আটক করেছে। জানা গেছে, মুজিবনগর সরকারী কলেজের সামনে মেহেরপুর-মুজিবনগর মহাসড়কে টায়ারে আগুন জ্বালিয়ে অবরোধ করে বিক্ষোভ করে ছাত্রলীগের ব্যানারে সাধারণ শিক্ষার্থীরা। অপরদিকে, একই দাবিতে মেহেরপুর প্রেসক্লাবের সামনে বিসিএস সাধারণ শিক্ষা সমিতি মেহেরপুর জেলা শাখা মানববন্ধন কর্মসূচীর আয়োজন করে। জানা গেছে, সকাল সাড়ে ১০টা থেকে ঘন্টাব্যাপী দিকে কলেজ ছাত্রলীগের সভাপতি শাহ ওয়ালিউল্লাহ’র নেতৃত্বে ছাত্রলীগের নেতাকর্মীসহ সাধারণ ছাত্ররা মুজিবনগর সরকারী কলেজের সামনে বিক্ষোভে অংশগ্রহণ করেন। এসময় সেখানে তারা টায়ারে আগুন জ্বালিয়ে কাঠের গুড়ি ফেলে যানবাহন চলাচল বন্ধ করে অবরোধ করে । এ সময় সেখানে অন্যদের মধ্যে বক্তব্য দেন ছাত্রলীগ নেতা শাহ পরাণ, আলম হোসেন, ফারুক হোসেন, সাদিক হোসেন, তুষার আলী, ইমরান হোসেন, সাগর হোসেন, বিদ্যুৎ, হাফিজুর প্রমুখ । শাহ ওয়ালিউল্লাহ তার বক্তব্যে বলেন, আগামী ২৪ ঘন্টার মধ্যে হামলাকারী আইনজীবীসহ অভিযুক্তদের গ্রেফতার করতে হবে। না হলে তাদের এ অন্দোলন অব্যাহত থাকবে। এদিকে, সকাল ১১ টার দিকে মেহেরপুর প্রেসক্লাবের সামনে বিসিএস সাধারণ শিক্ষা সমিতির মেহেরপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মেহেরপুর সরকারী কলেজের সহযোগী অধ্যপক আবদুল্লাহ আল আমিন মানববন্ধনের নেতৃত্ব দেন।

মানববন্ধনে অন্যদের মধ্যে বক্তব্য দেন মুজিবনগর সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর স্বপন কুমার রায়, মেহেরপুর সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর একেএম সোলাইমান আলী, উপাধাক্ষ প্রফেসর আসাফ উদ দৌলা, সংগঠনের সদস্য আলিম উদ্দিন শেখ, ইসমাইল হোসেন, কাউসার আলী, কামাল উদ্দিন, স্কুল শিক্ষক শাশ্বত নিপ্পন প্রমুখ। শিক্ষক নেতা আবদুল্লাহ আল আমিন বলেন, আমরা শিক্ষকরা ক্লাসে থাকতে চাই। বই খাতার সাথে থাকতে চাই। কলেজের একটি জমি নিয়ে কোনো শিক্ষকের সাথে শত্রæতা করা ঠিক নয়। একজন আইনজীবী হয়ে শিক্ষকের উপর হামলা করে ওই আইনজীবী নৈতিকতা বিরোধী পরিচয় দিয়েছেন। আইনজীবী সমিতির উদ্দেশ্যে তিনি বলেন, এ ধরণের অনৈতিক আইনজীবীকে আপনার সমিতি থেকে প্রত্যাহার করুণ। প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষন করে তিনি বলেন, দ্রুত ওই হামলাকারী আইনজীবীসহ অভিযুক্তদের গ্রেফতার কারে বিচারের মুখোমুখি করুণ। তা না হলে সারাদেশের শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে নিয়ে আমরা তীব্র আন্দোলন গড়ে তুলব। আবদুল্লাহ আল আমিন বলেন, বুধবার বিশ্ব শিক্ষক দিবস। আমাদের শিক্ষার্থীদের নিয়ে ক্লাসে থাকার কথা ছিল। দিবসটি নিয়ে অনুষ্ঠান করার কথা। কিন্তু সহকর্মীর উপর হামলার ঘটনায় আমরা দিবস পালন করতে পারিনা। তাই আন্দোলনে নেমেছি। জানা গেছে, গত মঙ্গলবার দুপুরে মুজিবনগর সরকারী ডিগ্রি কলেজের বাংলা বিভাগের প্রভাষক মোরাদ হোসেন মোটরসাইকেল যোগে বাড়ি ফেরার পথে সদর উপজেলার চকশ্যামনগর গ্রামে পৌছালে কলেজের জমি সংক্রান্ত একটি মামলার আইনজীবী এ্যাড. শাহীনুর রহমান তার লোকজন নিয়ে ওই শিক্ষকের উপর হামলা চালায়। এ ঘটনায় শিক্ষক মোরাদ হোসেন বাদি হয়ে এ্যাড. শাহীনুর রহমানকে প্রধান আসামী করে মঙ্গলবার সন্ধ্যায় মেহেরপুর সদর থানায় একটি অভিযোগ দায়ের করেন। অপর আসামীরা হলেন: সদর উপজেলার বামনপাড়া গামের নান্নুর ছেলে রাশেদ ও আসাদুল ইসলাম। তবে এ ব্যাপারে অভিযুক্ত অ্যাড. শাহিনুর রহমান মঙ্গলবার সন্ধ্যায় মেহেরপুর নিউজকে বলেন, সারাদিন আদালতেই ছিলাম । এ ধরণের কোনো ঘটনাই ঘটেনি বলে তিনি অস্বীকার করেন। তবে মুজিবনগর সরকারী কলেজের জমিজমা নিয়ে একটি মামলা রয়েছে বলে তিনি জানান। এ মেহেরপুর সদর থানার ভারপ্রাাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী বলেন, অভিযোগের প্রেক্ষিতে দু আসামীকে আটক করা হয়েছে। প্রধান আসামীকে আটক করার চেষ্টা চলছে।