আইন-আদালত

বিয়ে হবে, তবে অপেক্ষা ৬ বছর….

By মেহেরপুর নিউজ

March 14, 2014

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৪ মার্চ: মেহেরপুর সদর উপজেলার বাড়িবাকা সীমান্ত মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্রী সাদিয়া খাতুন। বয়স আনুুমানিক ১২ কিংবা ১৩। এর ই মধ্যে তার পরিবার আয়োজন করে বিয়ের অনুষ্ঠান। কিন্তু বিধি বাম ডালের মধ্যে কান্দাল ঢুকিয়েছে উপজেলা প্রশাসন। অবশেষে বাল্য বিয়ের হাত থেকে রক্ষা পেল শিশু সাদিয়া। জানা গেছে, শুক্রবার বুড়িপোতা ইউনিয়নের যাদবপুর গ্রামের কাবার ছেলে রানার সাথে একই ইউনিয়নের বুড়িপাতা গ্রামের দলুর ৭ম শ্রেণীতে পড়ুয়া মেয়ে সাদিয়ার বিয়ের দিন ধার্য হয়। বরসহ যাত্রীরা যথাসময়ে কনে বাড়িতে হাজির হয়। এ সময় গোপন সুত্রে খবর পেয়ে, মেহেরপুর সদর উপজেলা নির্বাহী অফিসার নাজনিন সুলতানা বিয়ে বাড়িতে পৌছে এ বাল্য বিয়ে বন্ধ করে দেন।