মেহেরপুর নিউজ:
মেহেরপুর স্পোটিং ক্লাবের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল স্মৃতি নাইট ফুটবল টুর্নামেন্টে ধলা একাদশ এবং রায়পুর একাদশ নিজ নিজ জয় লাভ করেছে।
রবিবার রাতে অনুষ্ঠিত খেলায় ধলা একাদশ ২-১ গোলে গড়পাড়া একাদশকে পরাজিত করে। খেলায় বিজয়ী দলের বাবুল ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন। এদিকে একই মাঠে অনুষ্ঠিত দিনের ওপর খেলায় রায়পুর একাদশ ৩-১ গোলে কালাচাঁদপুর একাদশকে পরাজিত করে।বিজয় দলের রাহিত ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন। খেলা শেষে ম্যান অব দ্যা ম্যাচের পুরস্কার বিতরণ করা হয়। মেহেরপুর স্পোটিং ক্লাবের সভাপতি সাজ্জাদুল আনাম ম্যান অব দ্যা ম্যাচের পুরস্কার তুলে দেন।