বর্তমান পরিপ্রেক্ষিত

বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল স্মৃতি নাইট ফুটবল টুর্নামেন্টে ৩ দল সেমিফাইনালে

By মেহেরপুর নিউজ

August 22, 2023

মেহেরপুর নিউজ:

মেহেরপুর স্পোটিং ক্লাবের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল স্মৃতি নাইট ফুটবল টুর্নামেন্টে আমঝুপি পাবলিক ক্লাব, হরিরামপুর সীমান্ত ক্লাব এবং ধলা একাদশ সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছে।

সোমবার দিবাগত রাতে অনুষ্ঠিত খেলায় আমঝুপি পাবলিক ক্লাব ২-০ গোলে চুয়াডাঙ্গা একাদশকে পরাজিত করে। খেলায় আমঝুপির কোবরা ম্যান অফ দা ম্যাচ নির্বাচিত হন। একইদিনে অনুষ্ঠিত অপর খেলায় হরিরামপুর সীমান্ত ক্লাব টাইব্রেকারে ২-১ গোলে বহুরূপা একাদশকে পরাজিত করে।

হরিরামপুরের গোলরক্ষক জয় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন। এদিকে একই মাঠে অনুষ্ঠিত দিনের শেষ খেলায় ধলা একাদশ টাইব্রেকারে ৩-২ গোলে জিরো নাইন ফুটবল একাদশকে পরাজিত করে। খেলায় বিজয়ী দলের গোলরক্ষক রাজু ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন। খেলা শেষে ম্যান অব দ্যা ম্যাচের পুরস্কার বিতরণ করা হয়। মেহেরপুর স্পোটিং ক্লাবের সভাপতি সাজ্জাদুল আনাম ম্যান অব দ্যা ম্যাচের পুরস্কার তুলে দেন।