বর্তমান পরিপ্রেক্ষিত

বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের জন্মবার্ষিকী উপলক্ষে শ্রদ্ধা নিবেদন

By মেহেরপুর নিউজ

August 05, 2023

মেহেরপুর নিউজ:

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪ তম জন্মবার্ষিকী উপলক্ষে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।

মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে শনিবার সকালে মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করার মধ্যে দিয়ে বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪ তম জন্মবার্ষিকী উপলক্ষে শ্রদ্ধা নিবেদন করা হয়।

জেলা প্রশাসক মোঃ শামীম হাসান সর্বপ্রথম জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন ও মেহেরপুর জেলা বাসীর পক্ষে পুষ্পমাল্য অর্পণ করেন। এর পরপরই পুলিশ বিভাগের পক্ষে অতিরিক্ত সুপার কামরুল আহসান, মুক্তিযোদ্ধা সংসদ, মেহেরপুর পাবলিক লাইব্রেরী ও জেলা শিল্পকলা একাডেমীর পক্ষে জেলা প্রশাসক মোঃ শামীম হাসান, মেহেরপুর জেলা পরিষদ ও জাতীয় মহিলা সংস্থার পক্ষে জেলা পরিষদের সদস্য শামীম আরা হীরা, মেহেরপুর জেলা আওয়ামী লীগের পক্ষে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুস সামাদ বাবলু বিশ্বাস, সরকারি কলেজের পক্ষে শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল আমিন, মেহেরপুর পৌরসভার পক্ষে কাউন্সিলর আল মামুন, মেহেরপুর জেলা আনসার ও ভিডিপির পক্ষে সার্কেল এডজুটেন্ট আল মামুন, মেহেরপুর সদর উপজেলা পরিষদের পক্ষে সদর উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম, টিটিসির পক্ষে অধ্যক্ষ আরিফ আহমেদ,জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর পক্ষে পরিদর্শক আবুল হাসেম, জেলা কারাগারের পক্ষে জেল সুপার মনির আহমেদ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর পক্ষে লিডার ইদ্রিস আলী , জেলা যুব উন্নয়ন অধিদপ্তর এর পক্ষে জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক ফিরোজ আহমেদ , জেলা সমাজসেবা অধিদপ্তরের পক্ষে উপ পরিচালক কাজী কাদের মোহাম্মদ ফজলে রাব্বী, মেহেরপুর সড়ক ও জনপদ বিভাগের পক্ষে উপ বিভাগীয় প্রকৌশলী মিজানুর রহমান, সমবায় অফিসের পক্ষে জেলা সমবায় কার্যালয়ের সহকারী প্রশিক্ষক রোকনুজ্জামান তুষার, জেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের পক্ষে জেলা প্রাণী সম্পদ কর্মকর্তার সাইদুর রহমান।

এছাড়াও মেহেরপুর জেলা বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের পক্ষে জেলা বঙ্গবন্ধু শিক্ষা গবেষণা পরিষদের সভাপতি প্রফেসর হাসানুজ্জামান মালেক,সহ বিভিন্ন প্রতিষ্ঠানের পর পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণ করা হয় । পরে সেখানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শেখ কামালের আত্মার মাগফেরাত কামনায় সেখানে দোয়া করা হয়।দোয়া অনুষ্ঠানে অন্যদের মধ্যে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ শামীম হোসেন , অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ আব্দুল কাদির মিয়া,অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লিউজা-উল জান্নাহ,মেহেরপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট ইব্রাহিম শাহিন,পি পি পল্লব ভট্টাচার্য,,বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস আলীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।