বর্তমান পরিপ্রেক্ষিত

বুড়িপোতায় জামায়াতে ইসলামী ইউনিয়ন শাখার নির্বাচনী পরিচালনা কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত

By Meherpur News

July 28, 2025

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়নে জামায়াতে ইসলামীর উদ্যোগে ইউনিয়ন শাখার নির্বাচনী পরিচালনা কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ জুলাই) দুপুরে রাধাকান্তপুর গ্রামে এ সভা অনুষ্ঠিত হয়।

সদর উপজেলা জামায়াতে ইসলামীর আমির সোহেল রানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা জামায়াতের আমির ও মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা তাজ উদ্দিন খান।

সভায় আরও বক্তব্য রাখেন সদর উপজেলা জামায়াতের সেক্রেটারি জাব্বারুল ইসলাম, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আব্দুর রউফ মুকুল, মিয়ারুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।