বর্তমান পরিপ্রেক্ষিত

বুড়িপোতায় প্রবাস ফেরত যুবকের গলায় দড়ি দিয়ে আত্মহত্যা

By মেহেরপুর নিউজ

October 07, 2024

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা গ্রামে মিরাজুল ইসলাম ৩৮ নামের এক প্রবাস ফেরত যুবকের গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। সোমবার সকালের দিকে তার মরদেহ উদ্ধার করা হয়।

মিরাজুল ইসলাম বুড়িপোতা গ্রামের আওলাদ হোসেনের ছেলে। তিনি দুই সন্তানের জনক। জানা গেছে মিরাজুল ইসলাম ১১ মাস পূর্বে মালয়েশিয়া থেকে দেশে ফেরেন। দেশে ফেরার পর গত ঈদের পূর্বে তার স্ত্রী সাবিনা খাতুন একই গ্রামের জিয়া নামের এক আদম বেপারীর সাথে পরকীয়া লিপ্ত হন। এবং মিরাজুলকে ছেড়ে তার সাথে বাড়ি চলে যান। সে থেকে মিরাজুল ইসলাম মানসিকভাবে ভেঙে পড়েন।

সোমবার ভোরের দিকে বুড়িপোতা মাঠের একটি কাঁঠাল গাছে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন। সকাল সাড়ে ৯ টার দিকে স্থানীয়রা কৃষকরা তার ঝুলন্ত মরগদেহ দেখে গ্রামবাসীকে খবর দেন। পরে মেহেরপুর থানা পুলিশ তার লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেন। ধারণ করা হচ্ছে তার স্ত্রী চলে যাওয়া এবং বিদেশ থেকে আনা টাকা পয়সা নষ্ট করে ফেলাই মানসিকভাবে ভেঙে পড়েন। এবং গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন।