বর্তমান পরিপ্রেক্ষিত

বুড়িপোতায় বিএনপির  ৮ ও ৯ নং ওয়ার্ড বিএনপি’র সম্মেলন অনুষ্ঠিত

By Meherpur News

April 25, 2025

মেহেরপুর নিউজঃ

মেহেরপুরের সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়ন বিএনপির  ৮ ও ৯ নং ওয়ার্ড বিএনপি’র সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকালে বুড়িপোতা ইউনিয়নের বাড়ি বাঁকা সীমান্ত মাধ্যমিক বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।মেহেরপুর জেলা বিএনপির সদস্য এম এ কে খায়রুল বাশারের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব এডভোকেট কামরুল হাসান।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা বিএনপির যুগ্ন আহবায়ক আলমগীর খান ছাতু।পরে ওমর ফারুককে সভাপতি ও মন্জুকে সাধারণ সম্পাদক করে ৮ নং ওয়ার্ড কমিটি এবং ফারুককে সভাপতি বাদল মিয়াকে সাধারণ সম্পাদক করে ৯ নম্বর ওয়ার্ড কমিটি গঠন করা হয়।

সম্মেলনে অন্যদের মধ্যে মেহেরপুর জেলা বিএনপির সদস্য ওমর ফারুক লিটন, সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক কাজী মিজান মেনন প্রমুখ উপস্থিত ছিলেন।