বর্তমান পরিপ্রেক্ষিত

বুড়িপোতায় গার্মেন্টসের দোকানে অগ্নিকাণ্ডে প্রায় ৬ লক্ষ টাকা ক্ষতি

By মেহেরপুর নিউজ

June 19, 2023

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা গ্রামে আশিক ট্রেডার্স নামের একটি গার্মেন্টসের দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকান্ডে প্রায় ৬ লক্ষ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।

সোমবার দিবাগত মধ্যরাতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।জানা গেছে ঘটনার পূর্বে রাত এগারোটার দিকে বুড়িপোতা গ্রামের আসাদ আলী ছেলে আশিক ট্রেডার্সের মালিক আশিকুর রহমান তার দোকান বন্ধ করে বাড়ি চলে যায়। এরপর মধ্যরাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ড প্রায় ৬ লক্ষ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।

অগ্নিকাণ্ডের সময় বুড়িপোতা গ্রামের অটোচালক মজিদুল হক দোকান থেকে ধোঁয়া উঠতে দেখে দোকান মালিকসহ আশপাশের লোকজনকে খবর দেন। এসময় প্রতিবেশীরা এসে আগুন নেভানোর পূর্বেই দোকানের সমস্ত মালামাল পড়ে যায়। এদিকে অগ্নিকাণ্ডের সময় মেহেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অফিসে খবর দেয়া হয়। ফায়ার সার্ভিসে ও সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে উদ্দেশ্যে রওনা দেয়ার পর যাদবপুর ব্রিজ পার হয়ে তারা ঘটনা স্থলে না গিয়ে আবার ফিরে আসে। এ বিষয়ে মেহেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অফিসে যোগাযোগ করা হলে তারা বলেন, অগ্নিকাণ্ডের খবর শুনে আমরা ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। প্রায় আড়াই কিলোমিটার যাবার পর অফিস থেকে জানানো হয়, আগুন নিভে গেছে। যে কারণে সেখান থেকে আমরা ফিরে আসি।

এদিকে অগ্নিকাণ্ডের ঘটনাটি রহস্যজনক বলে অনেকে মনে করছেন অনেকে। কেউ শত্রুতা করে দোকানের তালা ভেঙে ভিতরে আগুন ধরিয়ে দেয় বলেও অনেকে মন্তব্য করেছেন। এ ব্যাপারে দোকান মালিক আশিকুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তার মোবাইল বন্ধ পাওয়া গেছে।