বর্তমান পরিপ্রেক্ষিত

বুড়িপোতায় টিসিবি পন্য বিক্রি

By মেহেরপুর নিউজ

April 07, 2023

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়নে সরকারি ভর্তুকি মূল্য ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)পন্য বিক্রি হয়েছে। শুক্রবার সকাল থেকে বিকাল পর্যন্ত বুড়িপতি ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে টিসিবি’র পণ্য বিক্রি করা হয়।

মেহেরপুরের মুজিবনগর উপজেলার বাবুপুর গ্রামের মাহিদ টেডার্স সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়নে সরকারি ভর্তুকি মূল্য ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)’র পন্য বিক্রি করেন। কার্ড প্রতি ২ লিটার তেল। ২ কেজি মুসুরির ডাল এবং ১ কেজি চিনি ৪২০ টাকায় বিক্রি করা হয়। এর আগে সকালে বুড়িপোতা ইউনিয়নের চেয়ারম্যান শাহ জামান উপস্থিত থেকে টিসিবি’র পণ্য বিক্রির সূচনা করেন। এ সময় ইউপি সচিব সানোয়ার হোসেন সানু, মাহিদ টেডার্সের স্বত্বাধিকার মোহাম্মদ আমির হোসেন প্রমুখ সেখালে উপস্থিত ছিলেন।