নির্বাচন

বুড়িপোতা ইউপি নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী শাহজামানকে বর্ণাঢ্য সংবর্ধনা

By মেহেরপুর নিউজ

October 26, 2021

মেহেরপুর নিউজ :

আসন্ন মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়নের নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শাহজামান ঢাকা থেকে মেহেরপুর এসে পৌঁছালে তাকে বর্ণাঢ্য সংবর্ধনা দিয়েছে বুড়িপোতা ইউনিয়নের আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

সোমবার রাতে শাহজামান ঢাকা থেকে মেহেরপুর শহরের ওয়াপদা মোড় এলাকায় এসে পৌঁছালে কয়েকশো আওয়ামী লীগের নেতাকর্মী তাকে ফুল দিয়ে বরণ করে নেন। পরে এক বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা সহকারে মেহেরপুর শহর প্রদক্ষিণ শেষে তাকে তার নিজ গ্রাম বুড়িপোতায় নেওয়া হয়।

বুড়িপোতা গ্রামে পৌঁছালে সেখানে গ্রামের সাধারণ মানুষ তাকে ফুল ছিটিয়ে বরণ করে নেন। এসময় উপস্থিত আওয়ামী লীগ নেতাকর্মীসহ এলাকাবাসীর উদ্দেশ্যে শাহজামান বক্তব্য রাখেন অন্যদের মধ্যে ইউপি সদস্য সানোয়ার হোসেন, আলমগীর হোসেন লালটু, ওয়াসিম আলী সহ বুড়িপোতা ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।