বর্তমান পরিপ্রেক্ষিত

বুড়িপোতা ও মটমুড়ায় টিসিবি‘র মালামাল বিক্রী

By মেহেরপুর নিউজ

June 16, 2023

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা ও গাংনী উপজেলার মটমুড়া ইউনিয়নে সরকার নির্ধারিত ন্যায্য মূল্যে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) মালামাল বিক্রী করা হয়েছে।

শুক্রবার সকাল থেকে ১০০ টাকা লিটার সয়াবিন তেল এবং ৭০ টাকা কেজি ধরে মুসুরির ডাল বিক্রি করা হয়। মেহেরপুর সদর উপজেলা বুড়িপোতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজামান বুড়িপোতা ইউনিয়নের টিসিবি’র পণ্য বিক্রির উদ্বোধন করেন। করেন মেহেরপুরের মুজিবনগর উপজেলার মেসার্স মহিদ ট্রেডার্সের মাধ্যমে বুড়িপোতা ইউনিয়নে টিসিবি’র পণ্য বিক্রি করা হয়। এ সময় বুড়োপোতা ইউনিয়নের সচিব সানোয়ার হোসেন সেখানে উপস্থিত ছিলেন। এদিকে গাংনী উপজেলার মটমুড়া ইউনিয়ন পরিষদে রবিউল ট্রেডার্স টিসিবি’র পণ্য বিক্রি করেন। মটমুড়া ইউনিয়নের উদ্যোক্তা মহিবুল ইসলাম টিসিবি’র পণ্য বিক্রির উদ্বোধন করেন।