বর্তমান পরিপ্রেক্ষিত

বুধবার থেকে মেহেরপুর-কুষ্টিয়া সড়কে সরাসরি বাস চলাচল

By মেহেরপুর নিউজ

March 05, 2019

মেহেরপুর নিউজ, ০৫ মার্চ: আগামীকাল বুধবার থেকে অবশেষে মেহেরপুর- কুষ্টিয়া সড়কে সরাসরি বাস চলাচল শুরু হবে । মেহেরপুর জেলা প্রশাসক মো আতাউল গনির হস্তক্ষেপে এ বিষয়ে কুষ্টিয়ার জেলা প্রশাসন, বাস মালিক সমিতি, শ্রমিক ইউনিয়নের যৌথ সভা শেষে বুধবার থেকে মেহেরপুর কুষ্টিয়া সড়কে সরাসরি বাস চালাচলের ব্যাপারে সিধান্ত নেওয়া হয়। খলিসাকুন্ডি থেকে কুষ্টিয়া পর্যন্ত সড়কে যান চলাচলে অনুপোযোগী হয়ে পরার কারনে প্রায় ২ বছর পৃর্বে মেহেরপুর কুষ্টিয়া সড়কে সরাসরি বাস চলাচল বন্ধ করে দেয় কুষ্টিয়া বাস মালিক সমিতি। ফলে মেহেরপুর থেকে খলিসাকুন্ডি গিয়ে সেখানে থেমে পুনরায় বাস পরিবর্তন করে কুষ্টিয়া যেতে হত যাত্রƒীদের। ফলে দির্ঘদিন ধরে যাত্রীরা হয়রানির শিকার হন। তাদের অনেক সময় নষ্ট হয়। মেহেরপুর থেকে কুষ্টিয়া মাত্র ৫৮ কিলোমিটার সড়ক পাড়ি দিতে দুই ঘন্টার অধিক সময় লাগে। অথচ সরাসচি বাস চলাচল করলে পৌনে ;দুই ঘন্টাতেই কুষ্টিয়া পৌছানো সম্ভব হবে। এ ব্যাপারে মেহেরপুরের জেলা প্রশাসক মো: আতাউল গনি বলেন, আমি মেহেরপুরে যোগদানের পর থেকে বিষয়টি নিয়ে কাজ শুরু করি। এর মধ্যে কয়েক দফা দুই জেলার বাস মালিক ও শ্রমিকদের সাথে মিটিং করেছি। দেরি হলেও অবশেষে আগামী বুধবার থেকে সরাসরি বাস চলাচল করবে এ বিষয়ে সিদ্ধান্ত হয়েছে।