বর্তমান পরিপ্রেক্ষিত

বুড়িপোতায় গ্রেনেড হামলায় নিহত সকল শহীদের স্মরণে আলোচনা সভা

By মেহেরপুর নিউজ

August 21, 2023

মেহেরপুর নিউজ:

২১ আগস্ট শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে বিএনপি, জামাতের বর্বরোচিত গ্রেনেড হামলায় নিহত সকল শহীদের স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকেলে বুড়িপোতা ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে মেহেরপুর সদর উপজেলার শালিকা গ্রামে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বুড়িপোতা ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ফুলচাঁদ মোল্লার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম।

বুড়িপোতা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রেজার সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মেহেরপুর শহর আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক সাজ্জাদুল আলম, মেহেরপুর দারুল উলুম আহমদিয়া মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা খাইরুল আলম, বুড়িপোতা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক রুমেল মোল্লা, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আবু মোর্শেদ শোভন সরকার প্রমূখ।