অন্যান্য

বৃষ্টির জন্য নামায, অত:পর মেহেরপুরে স্বস্তির বৃষ্টি

By মেহেরপুর নিউজ

May 25, 2014

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৫ মে: বহু প্রার্থনা, আকুতি মিনতির পর অবশেষে মেহেরপুরে স্বস্তির বৃষ্টির দেখা পাওয়া গিয়েছে। রোববার দুপুর ১টা ৫০ মিনিটে মেহেরপুরের আকাশে বৃষ্টি শুরু হয়ে চলে ২টা ৪০ মিনিট পর্যন্ত। এ সময় শিশু, যুবকসহ সববয়সের মানুষ রাস্তায় নেমে বৃষ্টিতে ভিজে আনন্দ উল্লাস করে। এর আগে সকাল ১১ টায় মেহেরপুর পৌর সভার উদ্যোগে শহীদ ড. সামসুজ্জোহা নগর উদ্যানে বৃষ্টির পানি চেয়ে ইস্তেসকার নামায শেষে মোনাজাত করা হয়। তখন থেকেই আকাশে হালকা মেঘ জমতে শুরু করে। অবশেষে দুপুর ১টা ৫০ মিনিটে প্রথমে হালকা বাতাস তারপরপরই মুষধারে বৃষ্টি শুরু হয়। এদিকে এর আগে বৃষ্টির পানি চেয়ে মেহেরপুর পৌর ইমাম সমিতিসহ জেলার বিভিন্ন গ্রামে পৃথকপৃথকভাবে বৃষ্টির জন্য নামায আদায় করা হয়।

তবে বৃষ্টি নিয়ে জল্পনা কল্পনার শেষ নেয় মেহেরপুর পৌরবাসীর মনে । কেউ কেউ মনে করছেন মেহেরপুর পৌর সভার শব্দ নিয়ন্ত্রন মাইকে আযান বন্ধ হয়ে থাকার কারনে বৃষ্টি মুখ ফিরিয়ে নিয়েছিলো। পুনরায় গতকাল থেকে আযান শুরু হওয়ার পর থেকে আকাশে মেঘের আলামত লক্ষ্য করা যায় দাবি অনেকের। তবে অনেকে আবার বলছেন, এলাকার বিভিন্ন স্থানে, পাড়া মহল্লায় বৃষি প্রার্থনায় নামায, কাদা মাখাতেও বৃষ্টি হওয়ার কারন বলে ধারনা করছেন।তবে আলোচনার মুখে পড়েছে পৌরসভার নামায। ঢাকা থেকে ইমাম নিয়ে এসে নামায পড়ার বিয়টি আলোচনার উর্ধে নয়।