টপ নিউজ

বৃষ্টি হলেই গাড়াবাড়িয়া – মেহেরপুর মহাসড়কের সড়কে হাঁটু পানি

By মেহেরপুর নিউজ

August 07, 2020

মেহেরপুর নিউজ:

সামান্য বৃষ্টি হলেই কাথুলী ইউনিয়নের গাড়াবাড়িয়া গ্ৰাম থেকে মেহেরপুর মহাসড়কের ৩০০ মিটার রান্তায় জমা হচ্ছে হাঁটু পানি। কিন্তু তাৎক্ষণিকভাবে পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা নিচ্ছে না কর্তৃপক্ষ। এই রাস্তার পাশেই অবস্থিত উত্তরপাড়া জামেয়া মসজিদ, মুষলধারে বৃষ্টি হওয়ার কারণে মসজিদের একমাত্র রাস্তাটি পুকুরে বিলীন হওয়ায়   মুসল্লিগণ ও পথচারীরা চরম দুর্ভোগের শিকার।  ১৫ থেকে ২০ মিনিট বৃষ্টি হলেই হাঁটু পর্যন্ত পানি জমে রাস্তায় অথচ তাঁকিয়ে দেখার কেউ নেই।

স্থানীয় জনপ্রতিনিধি গণ নীরব ভূমিকা পালন করছেন এর সাথে দেখেও না দেখার ভান করছেন। এলাকা বাসির দাবি দ্রুত পানি নিষ্কাশন ব্যবস্থা করার জন্য। গত কয়েক মাস ধরে ৫০ থেকে ৬০ টি পরিবার পানি বন্দি। রাস্তার পাশেই পুকুর,যানবাহন চালকেরা বলেন গাড়ী চলাচলের ক্ষেত্রে চরম দূর্ভোগের শিকার যে কোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা।