বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে কর্মচারীদের নির্যাতন বন্ধ ও বেতন ভাতা বৃদ্ধির দাবিতে মানববন্ধন

By মেহেরপুর নিউজ

September 08, 2015

মেহেরপুর নিউজ,০৮ সেপ্টেম্বর: কর্মচারীদের নির্যাতন বন্ধ ও বেতন ভাতা বৃদ্ধির দাবিতে মানববন্ধন, বিক্ষোভসহ কর্মবিরতি পালন করছে মেহেরপুর দেশ ট্রেড লিংকের (ব্রিটিশ-আমেরিকান টোব্যাকো অব বাংলাদেশ এর পরিবেশক) কর্মচারিরা। আজ মঙ্গলবার সকাল ৮ টা থেকে দেশ ট্রেডলিংকের ( ব্রিটিশ-আমেরিকান টোব্যাকো অব বাংলাদেশ এর পরিবেশক) কর্মচারি কল্যান সমিতির সভাপতি সামসুল ইসলাম খোকনের নেতৃত্বে এ বিক্ষোভ মিছিল সহ মানববন্ধন ও কর্মবিরতি পালন করে তারা। মানববন্ধনে অর্ধশত কর্মচারী অংশগ্রহণ করেণ। কর্মচারী কল্যান সমিতির সভাপতি সামসুল ইসলাম খোকন বলেন, কর্মচারীদের বেতন মাত্র ২ হাজার থেকে ৪ হাজার ৩’শ টাকা। বছছের পর বছর চাকরি করেও বেতন বৃদ্ধি হয় না । প্রতিমাসে কল্যান সমিতির নামে ৭৫ টাকা করে কাটা হলেও সে টাকা দিয়ে আমাদের বিপদে কোন সাহায্য করা হইনা। তিনি আরো বলেন, আফিসে

আসতে ৫ মিনিট দেরি হলে সেদিনের কাজ করিয়ে নিয়ে অনুপস্থিত দেখিয়ে বেতন কর্তন করা হয়। প্রতিদিন ৮ ঘন্টার পরিবর্তে ১২ ঘন্টা কজ করাতে বাধ্য করা হয় । শুক্রবার ছাড়া বিভিন্ন পর্বনে কোন ছুটি দেওয়া হয়না । কোন পর্বনে একদিন ছুটি দিলে তা পরবর্তি শুক্রবারে জোর পূর্বক কাজ করিয়ে নেওয়া হয়। কথায় কথায় চাকরি চ্যুতির ভয় দেখান। সামাদ, রাসেদুজ্জামানসহ অন্যরা বলেন , সরকারি আইন ভঙ্গ করে বাজেটের পূর্বে সিগারেটের দাম বৃদ্ধি করে আমাদের দিয়ে জোর পূর্বক তা বেশী দামে বিক্রয় করানো হয় । এতে আমরা ও দোকানদাররা প্রশাসনিক হয়রানির শিকার হলেও আমাদের কোন সাহয্যে করেনা কর্তৃপক্ষ। শেখ আলফাজ নামের এক কর্মচারী বলেন, আমাদের কল্যান ফান্ডের টাকা কোন কল্যানে আসেনা। বিএটিবি (বৃটিশ আমেরকিান টোব্যকো অব বাংলাদেশ) এর টেরিটোরি অফিসার শাহিনুর রহমান বলেন, এবিষয়টি নিয়ে কথার বলার কিছু নেই , যেভাবে চললে ভাল মনে করেন পরিবেশক সেভাবে চালাবেন। দেশ ট্রেড লিংকের দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা আবু আলম বলেন, উর্দ্ধতন কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে আদোলনকারীদের সাথে বসেছেন তারা এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন।