বর্তমান পরিপ্রেক্ষিত

বেহাল দশা ৩ কিলোমিটার সড়কের, দেখার কেউ নাই!

By মেহেরপুর নিউজ

April 10, 2018

মেহেরপুর নিউজ, ১০ এপ্রিল:

মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা শালিকা যাওয়ার একমাত্র পাকা সড়কটির ৩ কিলোমিটার বেহাল দশা। বৃষ্টি হলে শতাধিক দূর্ঘটনা ঘটে। যাদবপুর গ্রামের পশ্চিম পার্শে থেকে পিরিনির মাঠ পর্যন্ত সড়কের দু-পার্শ্বে জমি খনন করে পুকুর তৈরী করার কারণে ট্রাক্টর যোগে মাটি বহনের সময় প্রায় ৩ কিলোমিটার সড়ক জুড়ে রাস্তার উপর মাটি পড়ে যাচ্ছে। এর পর সামান্য বৃষ্টি হলেই পুরো রাস্তা জুড়ে পিচ্ছিল হয়ে যান সহ জন জীবন চলাচলে ব্যাপক বাধার সম্মুখীন হয়। গত ৯ এপ্রিল রাতে এবং এর আগে ৮ এপ্রিল সামান্য পরিমান বৃষ্টি হওয়ার পর পরই বুড়িপোতা শালিকা সড়কের ওপর কাদাই পরিনত হয়ে পড়ে। যে কেউ প্রথম দর্শনে সড়কটিতে মনে করতে পারে বুঝি ধান লাগানোর জন্য জমি প্রস্তুত করা হয়েছে। এদিকে গত দু’দিনের বৃষ্টির ফলে ভোর থেকে বেলা বাড়ার সাথে সাথে শতাধিক দূর্ঘটনা ঘটে। সাইকেল- মটরসাইকেল থেকে শুরু করে বাদ যায়নি স্কুলগামী ভ্যান, অটোরিক্সা, পথচারীরাও। অনেকে দূর্ঘটনার কবল থেকে রক্ষা থেকে শালিকা বুড়িপোতো বাজিতপুর ও নবীনগরের মানুষ বিকল্প পথে গোভীপুর হয়ে মেহেরপুর শহরে আসা যাওয়া করছে। বিষটি স্থানীয় প্রশাসনের দৃষ্টি দেওয়া অত্যান্ত জরুরী বলে এলাকাবাসী মনে করে।