বর্তমান পরিপ্রেক্ষিত

বৈশাখী টিভিতে নিয়োগ পেল মুনিব

By Meherpur News

January 03, 2026

মেহেরপুর নিউজ: বাংলাদেশের অন্যতম জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল বৈশাখী টিভিতে নিয়োগ পেয়েছেন আব্দুল্লাহ আল মুনিব। শনিবার বিকেলে বৈশাখী টিভির উপ-মহাব্যবস্থাপক টিপু আলম মিলনের স্বাক্ষরিত নিয়োগপত্র আনুষ্ঠানিকভাবে মুনিবের হাতে তুলে দেন বৈশাখী টিভির হেড অব অনলাইন অ্যান্ড মাল্টিমিডিয়া এইচ এম নাহিয়ান।

বৈশাখী টিভিতে নিয়োগ পাওয়ায় আব্দুল্লাহ আল মুনিবকে অভিনন্দন জানিয়েছেন সাংবাদিকসহ মেহেরপুর জেলার বিভিন্ন শ্রেণি-পেশার সুধীজন। তারা আশা প্রকাশ করেন, পেশাদারিত্ব ও সততার সঙ্গে দায়িত্ব পালনের মাধ্যমে তিনি গণমাধ্যমে ইতিবাচক ভূমিকা রাখবেন।