মেহেরপুর নিউজ:‘বৈষম্যহীন নতুন বাংলাদেশ’ গড়ার অঙ্গীকারে আজ মঙ্গলবার অনুষ্ঠিত হতে যাচ্ছে ঐতিহাসিক জুলাই পদযাত্রা। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র উদ্যোগে আয়োজিত এই কর্মসূচি মেহেরপুরসহ গাংনী ও মুজিবনগর এলাকাজুড়ে ছড়িয়ে পড়বে।
পদযাত্রা শুরু হবে আজ সন্ধ্যা ৬টায়, মেহেরপুর শহরের ওয়াপদা মোড় অথবা বড় বাজার চার রাস্তার মোড় থেকে। সেখান থেকে পদযাত্রা শহীদ শামসুজোহা নগর উদ্যানে গিয়ে পথসভায় পরিণত হবে।
এছাড়া, দুপুর ৩টায় পদযাত্রা অনুষ্ঠিত হবে গাংনীতে, রাত ৮টায় অনুষ্ঠিত হবে মুজিবনগরে জুলাই পদযাত্রা, জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলাম এবং সদস্য সচিব আখতার হোসেন পদযাত্রায় নেতৃত্ব দেবেন। তাদের সঙ্গে থাকবেন—দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ, উত্তর অঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম।
জুলাই পদযাত্রাকে সফল করতে মেহেরপুর জেলায় ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে নেতা-কর্মীদের ছবি সম্বলিত তোরণ নির্মাণ করা হয়েছে, যা কর্মসূচির গুরুত্ব ও জনগণের অংশগ্রহণে উৎসাহ যোগাবে।