বর্তমান পরিপ্রেক্ষিত

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মামলায় গাংনীর দুই ইউপি চেয়ারম্যান কারাগারে

By Meherpur News

July 08, 2025

মেহেরপুর নিউজ :

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দায়ের করা মামলায় মেহেরপুরের গাংনী উপজেলার মোটমুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেল এবং রায়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাকলাইন সেপুকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (৮ জুলাই) দুপুরে মেহেরপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এস. এম. নাসিম রেজা তাদের জামিন আবেদন না-মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আসামিদের মধ্যে সোহেল মেহেরপুরের গাংনী উপজেলার মোটমুড়া গ্রামের আনোয়ার হোসেনের ছেলে এবং মোটমুড়া ইউপি চেয়ারম্যান। অপরদিকে সাকলাইন সেপু ইকুড়ি গ্রামের গাজীউর রহমানের ছেলে এবং রায়পুর ইউপি চেয়ারম্যান।

জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্টের পর দায়ের করা জিআর ২২৭ নম্বর মামলায় এই দুই চেয়ারম্যান হাইকোর্ট থেকে জামিনে ছিলেন। জামিনের মেয়াদ শেষ হওয়ায় তারা মঙ্গলবার জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে পুনরায় জামিন আবেদন করেন। কিন্তু আদালত তা নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।