আইন-আদালত

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মামলায় বামুন্দীর ইউপি চেয়ারম্যানসহ ৬ আওয়ামী লীগ নেতা কারাগারে

By Meherpur News

July 10, 2025

মেহেরপুর নিউজঃ

মেহেরপুরের গাংনী উপজেলার বামুন্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওবায়দুর রহমানসহ স্থানীয় আওয়ামী লীগের ৬ নেতাকর্মীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (১০ জুলাই) মেহেরপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এসএম নাসিম রেজা এ আদেশ দেন।

আসামিদের মধ্যে রয়েছেন-ওবায়দুর রহমান, চেয়ারম্যান, বামুন্দী ইউনিয়ন পরিষদ ও রামনগর গ্রামের আব্দুস সামাদের ছেলে, আনারুল ইসলাম, সামিউল্লাহর ছেলে, শহীদুজ্জামান শিপু, আব্দুল কুদ্দুসের ছেলে, রাশিক বিশ্বাস, হারান বিশ্বাসের ছেলে, মনিরুল ইসলাম, আবুল হাসেমের ছেলে, রাজু আহমেদ, ইয়ারুল ইসলামের ছেলে

২০২৪ সালের ৫ আগস্টের পর দায়ের হওয়া জিআর ২২৭/২০২৪ নম্বর মামলায় তারা জামিনে ছিলেন। উচ্চ আদালত থেকে জামিন পেলেও মেয়াদ শেষ হওয়ায় বৃহস্পতিবার তারা মেহেরপুর জেলা ও দায়রা জজ আদালতে নতুন করে জামিনের আবেদন করেন। তবে বিচারক আবেদন নাকচ করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এই মামলাটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় দায়ের করা হয়েছিল বলে জানা গেছে।