বর্তমান পরিপ্রেক্ষিত

বৈষম্য বিরোধী বিল-২০২২ পাসের দাবিতে মেহেরপুরে মানববন্ধন

By মেহেরপুর নিউজ

March 21, 2024

মেহেরপুর নিউজ:

আন্তর্জাতিক বর্ণ বৈষম্য বিলোপ দিবস উপলক্ষে জাতীয় সংসদে উত্থাপিত বৈষম্য বিরোধী বিল-২০২২ পাস করার দাবিতে মেহেরপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকালে হালদার পাড়ায় বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠীর অধিকার আন্দোলন, মেহেরপুর জেলা শাখার উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধন চলাকালে সেখানে বক্তব্য রাখেন বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠীর অধিকার আন্দোলন মেহেরপুর জেলা শাখার সভাপতি অনন্ত হালদার, সহ-সভাপতি মৃন্ময় কুমার সাহা, কোষাধক্ষ ভাস্কর হালদার, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সুপারভাইজার পান্না সিংহ প্রমূখ। বক্তারা জাত পাত পেশভিত্তিক বৈষম্য প্রতিরোধে জাতীয় সংসদে উত্থাপিত বৈষম্য বিরোধী বিল ২০২২ পাস করা। জাতীয় সংসদে সাধারণ সংরক্ষিত আসনে দলিত জনগোষ্ঠীর সংখানুপাতে প্রতিনিধিত্ব নিশ্চিত করা সহ আট দফা দাবি মেনে নেয়ার আহবান জানান।